বুধবার, ১ মার্চ, ২০১৭

মসজিদ এ প্রবেশের দোয়ার মুল অংশই বাদ দেয়া হয়েছে।

==>> দৃষ্টি আকর্ষণ ->> মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় প্রায় সবাই যে দোয়া পড়েন-
==>> দৃষ্টি আকর্ষণ ->>
মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় প্রায় সবাই যে দোয়া পড়েন-
* ﺍﻟﻠﻬﻢ ﺍﻓﺘﺢ ﻟﻲ ﺍﺑﻮﺍﺏ ﺭﺣﻤﺘﻚ
* ﺍﻟﻠﻬﻢ ﺍﻧﻲ ﺍﺳﺌﻠﻚ ﻣﻦ ﻓﻀﻠﻚ .
তবে, যেই গুরুত্বপূর্ণ অংশটি বাদ পড়েছে তা হল -
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﻭﺍﻟﺼﻼﺓ ﻭﺍﻟﺴﻼﻡ ﻋﻠﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ . . .
অর্থাৎ পুরো দোয়াটি হবে এই রকম - --
* ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﻭﺍﻟﺼﻼﺓ ﻭﺍﻟﺴﻼﻡ ﻋﻠﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺍﻟﻠﻬﻢ ﺍﻓﺘﺢ ﻟﻲ ﺍﺑﻮﺍﺏ ﺭﺣﻤﺘﻚ
* ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﻭﺍﻟﺼﻼﺓ ﻭﺍﻟﺴﻼﻡ ﻋﻠﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺍﻟﻠﻬﻢ ﺍﻧﻲ ﺍﺳﺌﻠﻚ ﻣﻦ ﻓﻀﻠﻚ .
বাংলায় উচ্চারণ -
* মসজিদে প্রবেশের সময়ঃ
' বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আ ' লা রাসূলিল্লাহ , আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রাহমাতিক।'
* মসজিদ থেকে বের হওয়ার সময়ঃ
' বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আ ' লা রাসূলিল্লাহ আল্লাহুমা ইন্নি আসআলুকা মিন ফাদ্বলিক।'
[ বিস্তারিত দেখুন- আমালুল ইয়াওমে ওয়াল লাইলাহ , ইবনুস সুন্নী , হাদিস নং- ৮৮/ সুনান আবি দাউদ, হাদিস নং -৪৬৫ / সুনান ইবনে মাজাহ , হাদিস নং - ৭৭৩ ]
মসজিদের গেইটগুলোতে এই দোয়া দুটি সংক্ষিপ্তাকারে লেখা থাকে।
আমি অনুরোধ করব , পরবর্তীতে যে কোন মসজিদে এই দোয়া দুটি লেখার ক্ষেত্রে অবশ্যই যেন প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ - লিহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম সংক্রান্ত অংশ বাদ না দেয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন