সোমবার, ১০ জুলাই, ২০১৭

ওহাবীদের প্রশ্নের জবাব

✅✅✅✅✅🌹🌹🌹🌹🌹🌹🌹🌹সুন্নিদের সাথে বাকী ৭২ দল বাতেলের!
যেসমস্ত বিষয়ে বিরোধিতা,
শুধু বোখারী শরীফ
থেকে দলিল দিলাম,পালটা জবাব দাও!
না হলে ফাইজলামি বন্ধ করে সঠিক পথে আসেন,
সব সমস্যা  তুলে দিয়ে আমরা এক হতে চাই  সুন্নিজামাতের গভীরে প্রবেশ করুন :-

♥♥♦ কদমবুসি, হাতে চুমা, পায়ে চুমা জায়েজ,মা বাবা,উস্তাদ ও মুরুব্বিদেরকে এমন তাজিম করা জায়েজ আছে!

  ♣কোথায় আছে?
দলিল:- বোখারী শরীফ ১ম খন্ড,১১৪ পৃষ্টা!
বোখারী শরীফ ২য় খন্ড:-৮৮৬ পৃষ্টা!

♥♥♦কবরে ফুল দেওয়া, ফুল সিটকানো জায়েজ আছে!

  ♣কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-১৮২ পৃষ্ঠা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি: হাদীস!

♥♥♦ নবিজি এলমে গয়েব জানেন,এলমে গায়েবের খবর রাখেন এবং এলমে গয়েবের খবর দেন!

   ♣কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-২৪৪ পৃষ্ঠা!
বোখারী শরীফ ২য় খন্ড:- ৯৯৩ পৃষ্ঠা,৯৭২ পৃষ্ঠা, ৫৬৭ পৃষ্ঠা!

♥♦ ঈদে মিলাদুন্নবি (দঃ) উৎযাপন জায়েজ আছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবি (দঃ) !

   ♣কোথয়া আছে?

দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-৫৫৪ পৃষ্ঠা!
বোখারী শরীফ ২য় খন্ড:-৬৬২ পৃষ্ঠা,  ৬৬৪ পৃষ্ঠা!
হযরত উমর রাদি: হাদিস!
মেশকাত শরীফ :- ৩৫৮ পৃষ্ঠা, ৪১৯ পৃষ্ঠা!

♥♥♦ দাঁড়িয়ে নবিজিকে সালাতু সালাম দেওয়া সাহাবিদের সুন্নত!

কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-৪০৩ পৃষ্ঠা

♥♥♦ নবিজি কে ভালবাসলে জান্নাত নিশ্চিত, কোনো ঈহুদী যদী নবিজিকে  অন্তর দিয়ে ভালবাসে,মৃত্যুরর আগে কলেমা পড়ে সে ও জান্নাতি হয়ে মরবে!

    ♣কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-৫২১ পৃষ্ঠা " এবং ৮৮৭ পৃষ্ঠা!
হযরতে আনাস রাদি: হতে বর্ণিত!
মেশকাত শরীফ :-১৭৫ পৃষ্ঠা!

♥♥♦মানুষের মৃত্যুর পরে, দিন তারিখ ঠিক করে অনুষ্ঠান করা,বা চল্লিশা পালন করা জায়েজ আছে!

   ♣কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-
১৬৯ পৃষ্ঠা, ১৬১ পৃষ্ঠা, ৪১৪ পৃষ্ঠা!
বোখারী শরীফ ২য় খন্ড:-
৯৬১ পৃষ্ঠা!

♥♥♦ জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে!

   ♣দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-
৪৬০ পৃষ্ঠা! হযরতে আনাস রাদি: হতে বর্ণিত!

♥♥♥ উছিলা দিয়ে দোয়া করা জায়েজ! আল্লাহ আমার নবিজির উছিলায় আমাকে মাফ করে দাও! এমন আল্লাহ্‌ ওয়ালা ব্যক্তির উছিলায় আল্লাহ আমাকে মাফ করে দাও!

   ♣দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-১৭৬ পৃষ্ঠা!

♥♥♦ আল্লাহ্‌ সৃষ্টিকর্তা, নবিজি হচ্ছে বণ্টন কারী বা ধন ভন্ডারের মালিক, আল্লাহ্‌ নবিজিকে বানিয়ে দিয়েছেন!

     ♣কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ২য় খন্ড:-
১০৭৯ পৃষ্ঠা, ৫৫৮ পৃষ্ঠা, ৯৭৫ পৃষ্ঠা!  উভাব ইবনে আমরের হাদীস!
বোখারী শরীফ ২য় খন্ড:-
১০৪২ পৃষ্ঠায়! হযরতে আবুহুরাইরা রাদি: হাদিস!

♥♥♥ নবিজি হাউজে কাওসারের মালিক, যাকে খুশি তাকে পান করাবেন!

   ♣কোথায় আছে?

দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-
৫৮৬  পৃষ্ঠা,আবুহুরাইরা রাদি: হাদিস!
বোখারী শরীফ ২য়খন্ড:-
৫৯ পৃষ্ঠা, হযরতে আবুহুরাইরা রাদি: হতে বর্ণীত!

♥♥♦ আনেকে বলে নবিজি আমাদের মত সাধারন মানুষ, এটা মিত্যা বানোয়াট, জালিয়াতি ও ভুল ধারণা!

হাদিসে আসছে,,
" নবিজি এই পৃথিবীর কারো মত না"

    ♣কোথায় আছে?

দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-
২৬৩ পৃষ্ঠা,
১০৮৪ পৃষ্ঠা,  হযরত আবুহুরাইরা রাদি: হতে বর্ণিত!
২৬২ পৃষ্ঠা,  হযরত ওমর রাদি: হতে বর্ণিত!
২৮৩ পৃষ্ঠা,  হযরতে আনাস রাদি: বর্ণিত!

♥♥♦ নবিজি এই পৃথিবীর সবকিছু দেখতে পারেন,পৃথিবীর কোথায় কি হয় না হয় সব কিছু নবিজি দেখেন!

    ♣কোথায় আছে?

দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-
১৮ পৃষ্ঠা,  হযরতে আনাস রাদি: হতে বর্ণিত!
১৫৯ পৃষ্ঠা,  আবদুল্লা ইবনে মাসুদ রাদি: হতে বর্ণিত!
বোখারী শরীফ ২য়খন্ড:-
৭৪২ পৃষ্ঠা,  হযরতে আবু ওবাদ রাদি: হতে বর্ণিত!
৭১৭ পৃষ্ঠা, আমর ইবনোল আদ রাদি: হতে বর্ণিত!

♥♥♥♥πππππππ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥πππππ♥ππππ♥♥
কামেল আল্লাহওয়ালা চিনার সহজ উপায়:-
সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রা: রাতে দেখতেছে অন্ধকার ঘরে আলো জ্বলছে!পাকাদিয়ে দেখে এক পাদরীকে নামাজ পড়তেছে,সাহাবি অবাক,পাদরীর দেহ থেকে কিসের আলো বের হচ্ছে! নামাজ শেষে পাদরী দোয়া করতেছে মাবুত, তুমি যে আমাকে ভালবাস সেই ভালবাসার কসম,আমাকে তুৃমি মাপ করে দাও! সাহাবি ডাকদিয়ে বলল থামুন, কথা ঠিক করে বলুন,তুমি কি করে বুঝলে আল্লাহ তুমাকে ভালবাসেন,তুমি বল আল্লাহ আমার ভালবাসার কসম মাপ করে দাও!

পাদরী বলল আল্লাহ আমাকে হুব ভালবাসেন বলেই এই গভীর রাতে নামাজে দাড়াকরিয়ে রাখছেন!  সাহাবি চিন্তা করলো কথাতো ঠিক আছে,সাহাবি আবার বলল তাহলে তুমার দেহ থেকে কিসের আলো ঝরছে!  ঐ পাদরী প্রকাশ হতে চাইলো না, সঙ্গে সঙ্গে আবার সেজদায় পরে গেল হে আল্লাহ আমি দুনিয়াতে প্রকাশ হতে চাইলাম না এখনো চাই না,তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাও! ঐ সেজদা অবস্থায় তিনি মারাগেল! আজ আমরা দেখছি এই দেশের অধিকাংশ পীর আত্মপ্রচারে সর্বদা বিজি!

আত্মপ্রচার,আমলহীন ও বিলাসিতার মানেই হচ্ছে ভন্ড বাতিল,সয়তানের পীর!একনাম্বার আল্লাহ্‌র অলী কখনো আত্মপ্রচার করে না,যাদের কারনে দেশে ইসলাম এসেছে, আল্লাহর অলী,হানকা শরীফ,দরবার পীর মুরীদি এটার বিরোধিতা করা যাবেনা!

কিন্তু দুঃখজনক হলেও সত্য ইসলামের বড় শএু কিছুসংখ্যক ভন্ড পীর- মুরীদ,এই সব বাণিজ্যিক পীর ইসলাম কে ধংস করে ফেলিতেছে!
আজকে আমরা ওয়াহাবিদের নিকটে প্রশ্নের সম্মুখীন হতে হয় এই নামদারী সুন্নি পীর আত্মপ্রচারকারী,ভোগবিলাসি ও আমলহীন পীরদের জন্য!

একজন কামেল আল্লাহ্‌ অলী কখনো আমলহীন,আত্মপ্রচার বিলাসিতা মুটেও পছন্দ করে না!
আমরা যখন এই ভন্ড সুন্নীদের এই সব ভন্ডামির বিরোধিতা করবো,আমলের কথা বলবো তখন আমাদেরকে তারা ওয়াহাবির খাতায় নাম তুলে পেলবে!

আসলে আমি বা সুন্নিরা পৃথিবীরর কোনো মানুষের জন্য সুন্নি না, আমি আমার আল্লাহ্‌ ও নবিজির জন্য সুন্নি!

আমার রাসূলের সাথে সম্পর্ক আছে সে যদী রাস্তার একটা চামার, রাস্তারর একটা মুচী অথবা রিক্সা চালক ও হয় সে আমার মাতার তাজ!

যে ওয়াহাবি আমার রাসুলকে নিয়ে বেয়াদবি করে,আর যে সুন্নি আমার আমার রাসুলকে খুটি বানিয়ে ভন্ডামি করে সে যতবড় আলেমি হোক না কেন তাকে আমি আমার পায়ের জুতার সূকতলার চেয়ে বেশি কিছু মনে করতে পারি না!এটা আমার পাগলামি বলেন আর যায় বলেন!

ভন্ড সুন্নীদের  জন্য আজ সমাজের চোখে  সুন্নি মানেই ভন্ডামি!
আপনাদের পায়ে হাত রেখে বলছি, জেনেরাখুন একদিন আল্লাহ্‌ নিকটে জবাবদিহিতা করতে হবে,আপনেরা নিজেদের সার্থের জন্য, সুন্নীয়াতকে আর ধংস করবেন না!

ঈদের নামাজের  ফজিলত কি?

আমরা চলাফেরা করতে কমবেশি ভূল হতে পারে এর জন্য আমাদের রোজা হালকা হয়ে যায়! আমরা যদী সঠিক নিয়মে রমজানেয় জাকাত ফেতরা দিতেপারি,  পরিপূর্ণভাবে সিয়াম সাধনা কাজে আসবে!

এই পরিপূর্ণ সিয়াম সাধনাকারীর জন্য হল ঈদ,
রোজা শেষে ফেরেস্তা বলতে থাকবে যাও যাও পুরষ্কার নিয়ে এসো ঈদগাহ থেকে, ঈদগাহে না যাওয়া পর্যন্ত ফেরেস্তা আমাদের বলতেই থাকবে!

আমরা ঈদে গিয়ে আল্লাহ্‌ নিকট কিছু চাইবো, আমাদের প্রতি আল্লাহ্‌ রাজি হলে চাওয়া কবুল করবেন তহন ফেরেস্তা বলবেন, বাড়িতে চলে যাও তুমাকে পুরষ্কার দেওয়া হয়েছে কিন্তু আমরা ফেরেস্তার এই কথা শুনিনা যেহেতু আমাদের এই চোখ ও কান নাই! এই চোখ ও কান খোলা আছে নবিদের ও অলীদের এই জন্যই অলিদের নিকট যাওয়া আসা দরকার!

♥আল্লাহ্‌ নবিদের সাথে কথা বলে ৩ রকমে:-

১. অহির মাধ্যমে!

২.গায়বি আওয়াজে!

৩. কলবের মধ্যে মেসেজ সেন্ট করে!

♥অলিদের সাথে কথা বলেন দুই রকমে:-

১. গায়বি আওয়াজে।

২. কল্বের মধ্যে মেসেজ পাঠিয়ে।

এই চোখ আমি আপনি তৈরি করতে হলে কয়েকটি শর্ত অব্যশয় পালন করতে হবেই :-

♥♥♥এই চোখ তৈরি হবে আবার ৩ রকমে:-

♣♣১. ইবাদত / সাধনা করে! ( ঈমানের সাথে সাধনা)

(ক.) বেশ

♣♣♣২.কামেল অলির গুলামী করে!

কামেল অলির সহবতে গিয়ে তাওয়াজ্জ পেয়ে অলি হওয়া যায়!( পীরের চেয়ে মা বড়)

♣♣♣৩. মায়ের হেদমত করে :-

মায়ের দোয়া পেয়ে,মাকে রাজি খুশি রাখা ও মায়ের দোয়া বেশি বেশি পাও আবশ্যক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন